১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাজনগরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: মে ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

রাজনগর প্রতিনিধি::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সোহেল বকস (৩২) নামক এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রোববার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

উপজেলা সদরে বকস মটরস এর স্বত্বাধিকারী নিহত সোহেল বক্স রাজনগর সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মোস্তফা বক্সের ছেলে।

জানা যায়, ঈদের পরের দিন হঠাৎ সোহেলের জ্বর উঠে তাৎক্ষণিক মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। ৯দিন চিকিৎসাধিন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে বিকেল সাড়ে ৫টায় গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

310 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন