১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজনগরে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার শাহিনের মৃত্যু

প্রকাশিত: মে ২৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার :: রাজনগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ শাহীন (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) দুপুরে কুলাউড়া-মৌলভীবাজার রোডের টেংরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মৃত আব্দুল হান্নান ওরফে রফিক মিয়ার ছেলে। শাহীন গতবছরের নভেম্বরে যুক্তরাজ্য থেকে দেশে আসেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় যাচ্ছিলেন শাহীন। যাওয়ার সময় টেংরা বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।
নিহত শাহীনের বড় ভাই শামীম জানান, শাহীন তার শ্বশুরবাড়ি মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, শাহীনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে।

354 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন