১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রাজনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

রাজনগরে বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র কুমার দত্ত (অব: শিক্ষক) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায় ও রাজনগর থানার ওসি মো. আবুল হাসিমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক শ্বশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. প্রেমতোষ, কৃষকলীগের উপজেলা সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মৃত গুণমনি দত্তের ছেলে মুক্তিযোদ্ধা সমরেন্দ্র কুমার দত্ত দীর্ঘদিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে গত ২০১৬ সালে অবসরে যান। এরপর শারিরিক অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

439 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন