প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪
কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম আবু সায়হাম (রুমেল)। তিনি কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে গত ২৪ আগস্ট কুলাউড়া থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
আবু সায়হামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আবু সায়হাম পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে ২৪ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফাত্তাহ (ফাহিম)। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। সায়হাম ওই মামলার ৩ নম্বর আসামি।