প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০
ডেক্স রিপোর্টঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে কুলাউড়া উপজেলার দু’জন রোগী সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন। রোববার সকালে এ দুজনকে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
জানা যায় ভর্ত্তিকৃত দু’জন ভাই-বোন। এরমধ্যে বোন নিজে ডাক্তার। তারা নিজেরা (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ হওয়ায় স্ব-প্রনোদিত হয়ে সিলেট করোনা আইসোলেশন সেন্টারে ভর্ত্তি হয়েছেন বলে সংশ্লিষ্টসুত্রে জানা গেছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কুলাউড়ার দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
এদিকে কুলাউড়া হাসপাতাল থেকে রোববার সন্দেহজনক ৬ করোনা রোগীর নমুনা সঙগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে প্রেরন করা হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার সন্দেহজনক আরো ২ করোনা রোগী এবং ইতিপুর্বে আরো ২ জনসহ মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও তাদের কারোর নমুনা রিপোর্ট রোববার পর্যন্ত কুলাউড়া এসে পৌছায়নি বলে হাসপাতালসুত্রে জানা গেছে।