৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়ায় পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪

কুলাউড়ায় পৌরসভার
ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

বুধবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে তিনি এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন ব্যয় ৬২ কোটি ৬১ লাখ টাকা দেখানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে মেয়র নিয়মিতভাবে ট্যাক্স পরিশোধ করার জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ঘোষিত বাজেটে যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ব্যবস্থা, পৌর পার্ক, পাঠাগারসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাজেট ঘোষণাকালে পৌর সচিব, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

276 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন