২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জুড়ী উপজেলা নির্বাচনঃ জামায়াত নেতার মনোনয়ন বাতিল

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪

জুড়ী উপজেলা নির্বাচনঃ জামায়াত নেতার মনোনয়ন বাতিল
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক সংবাদঃঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান-এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জুড়ীতে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়- বুধবার মনোনয়নপত্র বাছাইকালে জুড়ী উপজেলা চেয়ারম্যান পদে আব্দুর রহমান-এর মনোনয়নে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না থাকায় ও তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য- জামায়াতে ইসলামী দলীয় সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের যে যে উপজেলায় জয়ী সবার সম্ভাবনা রয়েছে এমন উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দেবার সিদ্ধান্ত নিয়েছিল এবং অনেক উপজেলায় মনোনয়ন জমা দেয়া হয়েছিল। তবে গত রবিবার দলীয় ফোরামে জামায়াত নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। সে হিসেবে মনোনয়ন জমাকারীরা প্রত্যাহারের নির্ধারিত তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা রয়েছে।

180 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন