প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুত্বর আহত হন। অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি বুধবার ২৪ এপ্রিল দুপুরে জুড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মুখে ঘটে। এসময় আলী হোসেন তার ঘোড়া প্রতীক সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন।
প্রতিদন্ধি অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি (কাপ পিরিজ) এর সমর্থকরা তার উপর হামলা চালায়। ওই সময় তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে আহত প্রার্থী আলী হোসেন অভিযোগ করেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের পক্ষে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫-৬ জনরে বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি।