১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

রাত পোহালেই ভোট গ্রহণ , কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: মে ৭, ২০২৪

রাত পোহালেই ভোট গ্রহণ , কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন
ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারের ৩ উপজেলা কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় ভোট গ্রহনের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ চলছে প্রতিটি কেন্দ্রে।
নির্বাচন সংশ্লিষ্ট রির্টানিং অফিস কার্যালয় থেকে জানা যায়, ৩টি উপজেলার মোট ২১৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে মঙ্গলবার দুপুর থেকে দূর্গম এলাকার ৪৮ কেন্দ্রে ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ পাহাড়ায় পৌঁছে দেয়ার কাজ চলছে। এছাড়া অবশিষ্ট ১৬৮টি কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হবে।
রির্টানিং কর্মকর্তার তত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে ৮ মে কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটার সংখ্যা কুলাউড়া উপজেলায় ২ লাখ ৯০ হাজার ৬শত ৪৮জন, জুড়ীতে ১ লাখ ১৭ হাজার ৭শত ৫৫ জন ও বড়লেখা ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৬৫ জন ভোটার। তিন উপজেলার মোট ২১৬টি ভোট কেন্দ্র রয়েছে।
পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব আইন শৃংখলার কাজে মাঠে মোতায়েন করা হয়েছে।
কুলাউড়া, জুড়ী ও বড়লেখার রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ।

কুলাউড়া উপজেলায় মোট প্রার্থী ১১ জন :
কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী : তারা হলেন মাওলানা ফজলুল হক খান শাহেদ (দোয়াত কলম), উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম (কাপ পিরিছ), উপজেলা আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু (আনারস) ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি কামাল হাসান (মোটর সাইকেল)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী: উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ (টিউবওয়েল), চা শ্রমিক নেতা রাজকুমার কালোয়ার রাজু (চশমা), সাইফুল ইসলাম কুতুব (তালা), তালামীয নেতা আফজাল হোসেন সাজু (বই) ও আদিবাসী সন্তান পূরণ উরাং (টিয়া পাখি) প্রতীক পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী : বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি (হাঁস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম (ফুটবল) প্রতীক।

জুড়ী উপজেলায় মোট প্রার্থী ১৬ জন :
জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী : বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক- (আনারস) পেয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস (মোটর সাইকেল), সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ), কবির উদ্দিন (দোয়াত কলম), মোহাম্মদ নাসির উদ্দিন (কড়াই) ও পশ্চিমজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন (ঘোড়া প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী : আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ (টিয়া পাখি), মোহাম্মদ শামীম আহমেদ (মাইক), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম (বই), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ (তালা), ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু- (বৈদ্যুতিক বাল্ব) ও ব্যবসায়ী রুবেল আহমদ- (টিউবওয়েল)।
মহিলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী : বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা (প্রজাপতি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম (কলস) ও শিল্পী বেগম (ফুটবল) ।

বড়লেখায় উপজেলায় মোট প্রার্থী ৮ জন :
উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী : বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর (আনারস), দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী আজির উদ্দিন (মোটরসাইকেল) ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান (উট প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী : বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু (টিউবওয়েল), তালামীয নেতা সামছুল ইসলাম (তালা) ও জমিয়ত নেতা আবিদুর রহমান (চশমা)।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন