১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জুড়ীতে ‘সরকারি’ রাস্তায় বেড়া, বিপাকে এলাকাবাসী

প্রকাশিত: জুলাই ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

জুড়ী সংবাদদাতা : জুড়ী উপজেলার পূর্ববর ধামাই গ্রামের ‘সরকারি’ রাস্তায় বেড়া দেয়ায় বিপাকে পড়েছে ওই এলাকার হাজারো সাধারণ মানুষ। নিরুপায় হয়ে অসহায় পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সরেজমিনে এবং অভিযোগ সূত্রে জানা যায়, বরধামাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ আলী,নিম্বর আলী, সমজেদ আলীও সাদ উদ্দিন হাজী নামড় আলীসহ সহস্রাধিক পরিবারের লোকজন প্রায় এক যুগ ধরে সরকারিভাবে নির্মিত একটি ইটের রাস্তা দিয়ে যাতায়াত করে আসছেন। সম্প্রতি ওই রাস্তাটি প্রতিবেশি রফিকুল ইসলাম রেনু মেম্বার,জমির আলীও আবদুল ওয়াহিদ পাখি মিয়া মাসুক উদ্দিন বাদশা আসুকউদ্দিনসহ কতিপয় লোকজন বেড়া দিয়েছেন। ফলে আবেদনকারীরা পড়েছেন মহাবিপাকে।

এ বিষয়ে ভুক্তভোগী কাউসার আহমদ জসিম বলেন,‘আমরা প্রায় যুগ যুগ ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি। হঠাৎ করে প্রতিপক্ষরা রাস্তায় ঘেরা-বেড়া দিয়েছেন। আবার এই নিয়ে কোন বিরোধিতা করলে দেখে নেবেন বলে হুমকি ধামকিও দিচ্ছেন। বর্তমানে আমরা একশটি পরিবার দিশেহারা হয়ে পড়েছি।’

বিষয়টি নিয়ে প্রতিপক্ষ রাস্তাটির আচমকা সরকারি রাস্তায় বেড়া দিয়ে এলাকার হাজার হাজার পরিবারের চলাচলের ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করে এলাকার দীর্ঘদিনের শান্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত স্থানীয় রেনু মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী যতদিন যাচ্ছে ততই তাদের সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। তাই সরকারি রাস্তায় বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

এ ব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম বলেন,‘আবেদনপত্র পেয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি প্রায় কয়েক হাজার মানুষ নির্বিঘ্নে চলাচলের প্রতিবন্ধকতা নিরসনে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করছেন।

911 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন