১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জুড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বৃহস্পতিবার জুড়ী উপজেলা শহরের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, চালের বস্তায় ওজনে কম দেয়া, বাটখারাতে ওজন কম থাকাসহ বিভিন্ন অপরাধে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানকালে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় নয়া বাজারের কবির উদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা, গোয়ালবাড়ী বাজারের বেলাল ষ্টোরকে ৫ শত টাকা, ইমন ষ্টোরকে ৫ শত টাকা, হাজী ইনজাদ আলী মার্কেটের শামীম খাদ্য ভান্ডারকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

750 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন