২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : নাদেল

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪

Bangla Kulaura
ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘নৌকায় ভোট দিন; কুলাউড়ায় সুশাসন কায়েম হবে। মানুষ তাদের অধিকার ফিরে পাবে। ইতিমধ্যে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে দু’একজন প্রার্থী আবোল-তাবোল শুরু করেছেন। এতে কাজ হবে না। কুলাউড়ার উন্নয়নে নৌকায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই।’

সোমবার (১ জানুয়ারি) কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

নাদেল বলেন, ‘এতোদিন কুলাউড়ার মানুষ একটা গ্যাঁড়াকলে আটকা ছিলেন। সেই গ্যাঁড়াকল থেকে তাদেরকে বের করে আনতে হবে। সেবা দেওয়ার নামে কুলাউড়ায় কে লুটপাট করেছে, কে জমি দখল আর চাঁদাবাজি করেছে কুলাউড়ার মানুষ তা জানেন। আগামী ৭ জানুয়ারি শান্তিপ্রিয় মানুষ এদের বিরুদ্ধে সঠিক জবাব দিবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবার সম্পর্কে কুলাউড়ার মানুষ জানেন। কেউ আবার দল পরিবর্তন নিয়েও চ্যাম্পিয়ন হয়েছেন। কেউ সন্ত্রাস লালন করছেন। এদের উপর মানুষের আস্থা নেই। আমিতো কাউকে নাম ধরে এখনো কিছু বলিনি। তবে আমার অবস্থান সবসময় চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকবে। কারণ, কুলাউড়ার মানুষ এই চক্রের কাছে নিরাপদ নয়।’

শফিউল আলম নাদেল বলেন, ‘সেদিন কার ইশারায়, কেন সরকারি একজন কর্মকর্তা মারপিট খেয়ে কুলাউড়া থেকে বিদায় নিয়েছেন, তাও এই কুলাউড়ার মানুষ ভালো করে জানেন। এদেরকে এখনি রুখতে হবে। এরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষ আগামী ৫ বছর আরও বেশি কষ্ট এবং হয়রানির শিকার হবেন।

তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারির পর কুলাউড়াকে চাঁদাবাজ এবং দখলবাজমুক্ত করব।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন, নৌকায় ভোট দিন। আপনাদের একটি ভোট ১ হাজার সন্ত্রাসীর চেয়েও বেশি শক্তিশালী।’ এসময় তিনি ভোটের দিন কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার পাশাপাশি অন্যকেও ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব মাহবুব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা ফজলুল হক ফজলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

375 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন