প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯
এম এইচ হোসাইন:বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর,মাদরাসা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (র.)-র জীবন-কর্ম শীর্ষক সেমিনার সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় তালীমুল কুরআন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শহর তালামীযের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে মাদরাসা তালামীয সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম ও কলেজ তালামীয সাধারণ সম্পাদক রাশেদ আহমদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ তালামীয সভাপতি দেলওয়ার হোসেন সিবার।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত বুজুর্গ আল্লামা সায়্যিদ মোস্তাক আহমদ মাদানী, প্রধান বক্তা সিরিয়া থেকে আগত শায়েখ হামদি কানজু আল মাখজুমী, বিশেষ অতিথি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউল রহমান টিপু,ভারত থেকে আগত লেখক ও গবেষক কামরুজ্জামান চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জমুনিয়ার পীর ছাহেব মাওলানা আব্দুল কাইয়ুম খান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, টাউন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক নুরুল ইসলাম, জেলা তালামীযের সদস্য সচিব হাফিয জিল্লুর রহমান, কেন্দ্রীয় ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক জাকের আহমদ অপু,তালীমুল কোরআনের পরিচালক দিলশাদ আহমদ খান, শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য জাকির হোসেন জবলু, মোস্তফা আহমদ,ইনফিনিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমদ আলী, সবুজ কুঁড়ির ক্বেরাত পরিচালক ক্বারী সাইফুল ইসলাম,শহর তালামীযের সহ সভাপতি আফছার ইবনে রহীম,মাদরাসা তালামীযের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, কলেজ তালামীযের সহ সভাপতি জুবায়েদ আলী,শহর তালামীয সাধারণ সম্পাদক
শামসুল ইসলাম, লাইট ট্রাভেলর সোসাইটির উপদেষ্টা ইফতেখার কামাল কয়েছ, লাইট ট্রাভেলর সোসাইটির সভাপতি মোজাম্মেল আহমদ, মাদরাসা তালামীয যুগ্ম সম্পাদক হাফিয আইনুল ইসলাম প্রমুখ।