১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

জুড়ী উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

জুড়ী প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সুনামগঞ্জ) হিসেবে পদায়িত হওয়ায় বাংলাদেশ স্কাউটস ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

আজ বুধবার(১৬ ই জুন) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ডাঃ প্রিয়জ্যোতি ঘোষ অনিক, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, জৈন্তাবার্তার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, স্কাউট লিডার ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন প্রমুখ।

627 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন