১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হবিগঞ্জে সালিসে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

প্রকাশিত: মে ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শালিসে দুই পক্ষের সংঘর্ষে গোলাপজান (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তি করতে বেলা সাড়ে ১১টায় শলিস বৈঠকের আয়োজন করা হয়।

শলিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

304 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন