২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সিলেটে বাদ পড়লেন কারা, নতুন টিকিট পেলেন যারা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩

Nirbason
ফেইসবুক শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সিলেট বিভাগের ১৯ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে সিলেটের ১৯ আসনসহ সংসদীয় ৩০০ আসনে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়।

এদিকে চূড়ান্ত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, একাদশ জাতীয় সংসদে থাকা সিলেটের বেশ কয়েকজন সংসদ সদস্য দলীয় মনোনয়ন পাননি। এ তালিকায় আছেন, মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনের গাজী মো. শাহনওয়াজ মিলাদ গাজী ও হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ খান।

আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকার টিকিট পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। তাদের মধ্যে সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক, হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল।

উপরে উল্লেখিত ৯ আসনে প্রার্থিতা রদবদল হলেও বাকী ১০ আসনে প্রার্থী অপরিবর্তিত রেখেছে আওয়ামী লীগ। পুনরায় যারা আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন পেয়েছে তারা হলেন, সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী।

এদিকে সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ মজুমদার এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দ্বাদশ নির্বাচনী লড়াইয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। আর সিলেট-২ আসন দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটকে ছেড়ে দেওয়া আসনে শফিকুর রহমান চৌধুরী পুনরায় নির্বাচনে নতুন করে মনোনয়ন পেতে যাচ্ছেন।

375 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন