প্রকাশিত: মে ১৮, ২০২১
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সহকর্মীর ছু’রিকাঘাতে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়- সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ জন চীনা নাগরিক কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে বাড়ি নাম্বার ১১/৯ বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন। আজ সকাল ৮ টার দিকে দুই চীনা নাগরিকের বাধানুবাদ শুরু হয়। এর একপর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে উক্ত বাসাতেই নিহত হন চীনা নাগরিক মি.শানজি(৪৮)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি এস এম আবু ফরহাদ জানান, তারা রাতে কাজ করে সকালে এসে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অপরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মি.শাও নামে একজন মি. শানজিকে ছুরিকাঘাত করলে বাসাতেই শানজি মারা যান। এ ঘটনায় মি.শাও-কে আটক করা হয়েছে।
ওসি আরও জানান লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া চীনা দূতাবাসকে খবর দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে।