প্রকাশিত: মে ৬, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩৫ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার পাগলা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও জনসাধারণের স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
অভিযানে সহযোগিতা করেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই ইয়াসিন মুন্সি, এএসআই নৃপেশ দেবসহ অনেকে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী জানান, উপজেলার প্রতিটি বাজারকে যানজটমুক্ত রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।