প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১
অনেকদিন পর হাবিব ওয়াহিদের সঙ্গে আবারও গান করলেন নাজমুন মুনিরা ন্যানসি। এটি প্রকাশ হবে আগামী শনিবার (০১ মে) । সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানের খবরটি সংগীতশিল্পী ন্যানসি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন। স্টুডিও থেকে দুটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার এবং হাবিব ওয়াহিদের কণ্ঠে নতুন গান শোনার জন্য যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর। আজ নতুন একটি গান রেকর্ড হলো।’
তিনি আরও লেখেন, ‘আগামী শনিবার বন্ধুরে শিরোনাম এর গানটি হাবিব ওয়াহিদ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে। আশা করছি প্রতিবারের মতো এবারের গানটিও আপনাদের মন জয় করবে।’
বন্ধুরে’ শিরোনামে গানটি এর আগে হাবিব ওয়াহিদের একক কণ্ঠে প্রকাশ হয়েছিল। এবার সেটিকে নতুন করে রেকর্ড হলো। এই প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘গানটি হাবিব ভাই আগে এককভাবে বের করেছিলেন। সেটিই আমাকে নিয়ে নতুন করে রেকর্ড করলেন। তার সঙ্গে আরও কয়েকটি দ্বৈত গান রয়েছে আমার। তবে এটিই সবার আগে প্রকাশ হবে।’
উল্লেখ্য, গত ১ এপ্রিল এক দিনেই চারটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। গান চারটি হলো-ঐতিহাসিক দেশাত্মবোধক ‘মুক্তির মন্দির সোপান তলে’, বৈশাখের থিম সং ‘এসো হে বৈশাখ’, মিতালী মুখার্জির গাওয়া ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’ এবং আহমেদ রাজীবের কথা-সুরে তার গাওয়া ‘সাধ্য কি আর আছে বলো’।