১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়া পুলিশের অভিযানে সিলেট থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশ শনিবার সিলেট শহরে এক অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম নামে এক পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এএসআই তপন দেব তার সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট শহরে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শনিবার সন্ধ্যায় সিলেট শহরের দরগাহ গেইট এলাকা থেকে ফয়জুল ইসলাম নামে এক বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও দশ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ফয়জুল ইসলাম কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ নিবাসী মৃত মদরিস আলী মদইয়ের ছেলে।
ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত ফয়জুল ইসলাম এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দায়েরকৃত সিআর দায়রা মামলা নং ২৪৩৮/১৩ এবং ২০১০/১৩ এর দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার রাতে সিলেট থেকে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়েছে ও রোববার তাকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে বলে ওসি জানান।

1162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন