২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জুড়ীতে টিলা কাটায় দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর এলাকায় টিলা কাটার অপরাধে মতিয়ার রহমান নামে এক সাইট ইঞ্জিনিয়ারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, জুড়ী থানা পুলিশ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ডহর এলাকায় একটি টিলা কেটে মাটি নেয়ার গোপন সংবাদ পেয়ে জুড়ী থানার নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তী জুড়ী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

পরে তাৎক্ষণিক ভাবে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এস আই সুরুজ আলীসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।

এসময় টিলা কাটার অপরাধে ওয়াহিদ কন্সট্রাকশন এর সাইট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকার অর্থদণ্ডসহ অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া টিলা কাটার কাজে ব্যবহৃত এক্সকেবেটর ও ট্রাক জব্দ করা হয়।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জুড়ী থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে অবৈধ ভাবে টিলা কাটা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

723 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন