প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪
কুলাউড়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে ওই ১১ প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হাসান, আঞ্জুমানে আল ইসলাহ’র উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, পুরন উরাং, রাজ কুমার কালোয়ার রাজু, মোঃ সাইফুল ইসলাম কুতুব ও মোঃ আফজাল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম মনোনয়ন জমা দেন। মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে জড়ো হন।