৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

আমিরাতে অসহায় প্রবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

হাবিবুর রহমান ফজলু ঃ আরব আমিরাতের অসহায় বাংলাদেশী প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো উপহার খাদ্য সামগ্রী দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর মাধ্যমে শুক্রবার (৮ মে) বিতরন করা হয়েছে। দুবাই শারজা ও আজমানে অসহায় প্রবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার বিতরণ করেন দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার খাদ্যসামগ্রী পেয়ে প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর পাঠানো উপহার কনসাল জেনারেলের মাধ্যমে বিতরনকালে সংগঠন দু’টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভানেত্রী মিসেস কাউছার নাজ, দুবাই বঙ্গবন্ধু মহিলা পরিষদ ও ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, পরিষদের সদস্য ব্যান্কার আসলাম অশিনা শর্মি।

প্রবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সুষ্টভাবে বিতরণ করতে পারায় সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি বলেন, প্রবাসীদের এ দুর্যোগ মুহুর্তে মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার প্রবাসীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

634 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন