১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ওমানে বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে

প্রকাশিত: মে ২৯, ২০২৪

ওমানে বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে
ফেইসবুক শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশীদের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৮ লক্ষ বাংলাদেশী সেখানে বসবাসরত।

বুধবার (২৯ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ওমানের শ্রমমন্ত্রীর সাথে বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যায়ক্রমে ১২ ধরনের ভিসা খুলে দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, একাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা, বিশেষায়িত কর্মী ভিসা রয়েছে।

বাংলাদেশ প্রবাসীদের জন্য বেশ কয়েক ধরনের ভিসা থুলে দেওয়ায় চট্টগ্রাম সমিতির ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর সিআইপি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

325 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন