৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় প্রতিবন্ধীদের মাঝে প্রচেষ্টার খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: মে ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় করোনা পরিস্থিতিতে দুঃস্থ-অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে এনজিও সংস্থা প্রচেষ্টা। প্রতিবন্ধী মানুষের অসহায়ত্বের কথা উপলদ্ধি করে কুলাউড়া উপজেলায় কর্মরত এনজিও সংস্থা প্রচেষ্টার বাস্তবায়নে সিডিডি ও সিবিএম এর সহায়তায় প্রমোশন অফ হিউম্যান রাইটস অফ পারসনস্ উয়িথ ডিজএবিলিটিজ ইন বাংলাদেশ ( পিএইচআরপিবিডি) প্রকল্পের আওতায় কুলাউড়া ও ব্রাহ্মনবাজার ইউনিয়নে মোট ৯৮ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে শনিবার খাদ্য সহায়তা বিতরন করা হয়।

কুলাউড়া ইউনিয়নের গাজীপুর, কালিটি, লক্ষীপুর, প্রতাবী ও বনগাও এলাকায় এবং ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া ও জালালাবাদ এলাকায় প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৪ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন এবং ২২ জনকে সুরক্ষা সামগ্রী (মাস্ক,গ্লাবস্ সাবান, গুড়া সাবান) বিতরন করা হয়। বিতরন অনুষ্টানে ব্রাহ্মনবাজার ইউনিয়নে চেয়ারম্যান মমদুদ হোসেনসহ সংস্থার কর্মীরা এবং কুলাউড়া ইউনিয়নে প্রচষ্টার কর্মীবৃন্দসহ সংস্থার স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

890 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন