১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল ১৫ জানুয়ারি: তালামীযের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১২তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি, ২০২০ বুধবার জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে। মাহফিলে তা’লীম তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এছাড়া দেশ বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামি শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।
এদিকে মাহফিল সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়া পক্ষ কালব্যাপী দাওয়াতী সফরসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (১০.০১.২০২০) বাদ জুমআ সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে তালামীযের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য নাতি ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন এর পরিচালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মাদ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মো. তৌরিছ আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো. আব্দুল জলিল, সিলেট পূর্ব জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাইয়ূম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ, সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ ও সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক কুতুব আল ফরহাদ প্রমুখ।

1199 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন