১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাজনগরের রুবেল নিহত।

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৯

ফেইসবুক শেয়ার করুন

আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম রুবেল আহমদ (৩৪)।

তিনি রাজানগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের মরহুম মুহিবুল্লাহ মিয়ার ছেলে। বিগত ১৩ বছর যাবত তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী জীবন যাপন করছেন।

১৫ ডিসেম্বর রোববার দুপুরে রাস্থা পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি নিশান সাফারি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে নিকটবর্তী মাফরাক মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে পুলিশ এসে নিহতের লাশ আবুধাবি শেখ খলিফা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত রুবেলের লাশ দেশে আনার জন্য আবুধাবিতে অবস্থানরত তার আপন জনরা প্রক্রিয়া চালাচ্ছেন।

596 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন