প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯
ডেক্স রিপোর্ট ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের শত বছর উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের লক্ষে ‘প্রতিযোগিতা আয়োজন কমিটি’ গঠনের উদ্দেশে গত ম΅লবার সন্ধ্যা ৭ ঘটিকায় ‘কুলাউড়া প্রেসক্লাবে’ এক সভা অনুষ্টিত হয়।
উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব,কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,যুগ্ম-সদস্য সচিব বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন,সদস্য প্রবীণ আইনজীবী এটিএম আব্দুল মান্নান, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক মোঃ খালেদ আহমদ প্রমুখ।
সভায় রবীন্দ্র বিষয়ে বিভিন্ন্র প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনকে আহবায়ক ও প্রভাষক মাজহারুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।