১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়া এনসি সরকারী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরনী মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসন এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মানিক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুুর রহমান কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী আহবাব হোসেন রাসেল ও শফিকুল ইসলাম জাহেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন।

অনুষ্টানের শুরুতে শিক্ষার্থীরা আকর্ষনীয় কুচকাওয়াজ ও ডিস-প্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


ফেইসবুকে শেয়ার করুন
948 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন