৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার শতভাগ সাফল্য কুলাউড়ায় জেডিসিতে ১১৫৯ পরীক্ষার্থী উত্তীর্ণ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলায় জেডিসি পরীক্ষার ফলাফলে ১৭ মাদ্রাসার ১২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫৯জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জেডিসি পরীক্ষায় একমাত্র ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা ফলাফলে শতভাগ সাফল্য অর্জনে সক্ষম হলেও কোন মাদ্রাসা জিপিএ-৫ অর্জনে সক্ষম হয় নি। জেডিসিতে উপজেলায় পাশের হার ৯২.৬৫%। কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্টানের মধ্যে জেডিসি পরীক্ষায় ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার ৩৮জন উত্তীর্ন হয়ে শতভাগ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
চলতি সনের জেডিসি পরীক্ষায় অংশগ্রহনকারী মাদ্রাসাওয়ারী ফলাফলে উত্তীর্নদের মধ্যে রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা ৮৪, গনকিয়া দাখিল মাদ্রাসা ৯২, বাংলাটিলা দাখিল মাদ্রাসা ৬৩, চৌধুরীবাজার দাখিল মাদ্রাসা ৭২,হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা ১২০,কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসা ৫৪, বাবনিয়া হাসিমপুর দাখিল মাদ্রাসা ১৮০, মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা ২০, শ্রীপুর সিনিয়র মাদ্রাসা ৬২, গিয়াসনগর দাখিল মাদ্রাসা ৯৪, গৌড়করন দাখিল মাদ্রাসা ২৬, ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা ৪০, ভাটেরা দারুছুন্নাহ দা.মাদ্রাসা ৫৩, বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসা ৪৮, হাশিমপুর দাখিল মাদ্রাসা ৮০ ও গাজীপুর দাখিল মাদ্রাসা ৩৩জন।

2044 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন