৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জমকালো বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জমকালো বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
ফেইসবুক শেয়ার করুন

জাফর আহমদ দিনার | প্যারিস, ফ্রান্স ::  প্রবাসে শেকড়ের টানে, ঐক্যের বাঁধনে গড়া অনন্য আয়োজন — ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলার প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স-এর আয়োজিত এক মনোজ্ঞ বনভোজন ও মিলনমেলা।

গত ৩ আগস্ট (রবিবার) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক লা-কর্নোভ পার্কে আয়োজিত এই দিনব্যাপী উৎসবে অংশগ্রহণ করেন প্রায় ৩০০ প্রবাসী কুলাউড়াবাসী, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ প্রায় ৬০টি পরিবার

🌿 প্যারিসের বুকে এক খণ্ড কুলাউড়া

ফ্রান্সের বিভিন্ন শহর থেকে ছুটে আসা কুলাউড়াবাসীর পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে লা-কর্নোভ পার্ক। মিলনমেলার শুরুতেই একে অপরের কুশল বিনিময়, আনন্দ ভাগাভাগি আর স্মৃতিচারণে মুখর ছিল পুরো পরিবেশ।
এই দিনটিকে কেন্দ্র করে যেন প্যারিসের এক কোণে গড়ে ওঠে কুলাউড়ার একখণ্ড প্রতিচ্ছবি — আবেগ, ভালোবাসা আর বাঙালিয়ানার অপূর্ব মিলনমেলা।

🗣️ আলোচনা সভা ও সম্মাননা প্রদান

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী মতিন এবং সঞ্চালনায় ছিলেন খাঁন জিলু
সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক
বিশেষ অতিথি ছিলেন:
সাব্বির আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান কুটি, মিজানুর রহমান, আব্দুল হামিদ, সামসুজ্জামান (জালাল), রাজনুল আমিন, খায়রুল আমীন খসরু, আনোয়ার হোসেন, আব্দুল কাদির, খলিলুর রহমান, হাবিবুর রহমান, সুমন বক্স, আব্দুল কাইয়ুম প্রমুখ।

কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এম.এ. বার তাহের, আব্দুল মানিকসালেহ উদ্দিন আহমেদ
শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম এবং সাংবাদিক লুৎফর রহমান বাবু, আবুল কালাম মামুন, কামাল হোসেন, এমসি রুমেল প্রমুখ।

🎁 খেলা, র‍্যাফেল ড্র ও উপহার

দিনব্যাপী চলা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা:

  • পুরুষদের জন্য: ফুটবল, হা-ডু-ডু

  • নারীদের জন্য: বালিশ খেলা, চেয়ার প্রতিযোগিতা

  • শিশু-কিশোরদের জন্য: চিত্রাঙ্কন, লং দৌড়, ছোটদের দৌড়

সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ১০টি আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র, যাতে অংশ নেন সব বয়সী অংশগ্রহণকারী।

🏅 সম্মাননা ও উপহার বিতরণ

দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অংশগ্রহণকারী প্রতিটি পরিবার ও শিশুদের উপহারসামগ্রী বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় দিনটির আনুষ্ঠানিকতা।

🤝 যাঁদের নিরলস পরিশ্রমে আয়োজন সফল

ব্যবস্থাপনা টিমে ছিলেন:
জুনেদ ফারহান, তৌফিক আবির, একেএম শাহ খয়রুল, কামরুল হাসান ইমন, সৈয়দ কালাম, তাজুল ইসলাম খান।
যুগ্ম-সমন্বয়কারী: মুরাদ আহমেদ, মোঃ দুলাল হোসাইন, ফুয়াদ হাসান মিটু, জুনেদ খান।
আহ্বায়ক মণ্ডলী: মোঃ আলাল খান, সামাদ খান রাজু, আব্দুর রহমান রাজু, এনামুল হক, মোঃ আলী চৌধুরী নাজির, জায়েদ মাহমুদ, আব্দুস সামাদ, জাহেদুল ইসলাম জুনেদ, আব্দুল ওদুদ মোহন, রুহিনুল ইসলাম, আল-আমিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
কুলাউরা  উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব জনাব  আব্দুল করিম খোকন, মোঃ জসীম মিয়া, হাফিজুর রহমান মুকিম, সাইদুর রহমান শাহিন, জুনেদ আহমেদ চৌধুরী, আব্দুল মতিন, লতিফ আলী শাহ, এনামুল ইসলাম লিমন, পবন খান, রুহুল আমিন রুমেল, শাওন আহমেদ, জামিল আহমেদ, আহমেদ শাহিন, আমিনুল ইসলাম শাহিন, জামাল আহমেদ টিপু, আব্দুর রহিম, রাহাত আহমেদ, কাউছার আহমেদ, জুবেল আহমদ ইনু প্রমুখ।

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জমকালো বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

 

712 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন