প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩
এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে শীর্ষে সিলেট জেলা। আর শেষ অবস্থানে মৌলভীবাজার জেলা। রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ফলাফলের এ পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল।
তিনি জানান, বোর্ডে ৭৬ দশমিক ৫২ শতাংশ পাসের হার নিয়ে প্রথম অবস্থানে সিলেট জেলা। ৬৯ দশমিক ৫৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। পর্যায়ক্রমে সুনামগঞ্জ জেলা ৬৯ দশমিক ২১ শতাংশ ও ৬৫ দশমিক ৮৫ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে মৌলভীবাজার জেলা।
তিনি আরও জানান, এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে শতভাগ পাস করেছে ২টি প্রতিষ্ঠান। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী।
এবছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের অবস্থান।
১ হাজার ৬৯৯ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট এক হাজার ৩৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ২৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৬ জন জিপিএ-৫ পেয়েছে।