৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

টেস্ট দল ঘোষণা, আছে ৩ নতুন মুখ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩

শান্তকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা, আছে ৩ নতুন মুখ
ফেইসবুক শেয়ার করুন

চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন-বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ।
এর মধ্যে হাসান মাহমুদ সীমিত ওভারে বেশ পরিচিত মুখ এখন, তবে টেস্ট ফরম্যাটে এর আগে খেলেননি।

শাহাদাত দিপু ৩টি আর হাসান মুরাদ এশিয়ান গেমসে জাতীয় দলের মোড়কে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে মূল জাতীয় দলে তারা একেবারেই নতুন মুখ।
এদিকে লিটন দাসের চোটে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার নাইম হাসানও।

চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক লিটন দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এ সিরিজে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শান্তকে।

এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলায়, শুরু হবে ৬ ডিসেম্বর।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

590 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন