২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের আ. লীগের মনোনয়ন কিনলেন নাদেল

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩

Nadal
ফেইসবুক শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকআহমদ হোসেন, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী ও আজিজুস সামাদ ডন।

530 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন