১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় কিশোরীকে অপহরণ,যুবক গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২

ফেইসবুকে শেয়ার করুন

কুলাঊড়া সংবাদঃঃ কুলাউড়া থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে আব্দুল কালাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে ঢাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী কালামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কালাম উপজেলার হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠির এক কিশোরী অপহৃত হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মো. এনামুল হক, এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মো. আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার হাতিরঝিল থানার আম বাগান বস্তি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল কালামকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে অপহরণকারী যুবককে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ফেইসবুকে শেয়ার করুন
1721 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন