প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি শুরু হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) সকালে শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১-২৯৯ পর্যন্ত ডাকা হয়েছে । মেধাক্রম অনুযায়ী তাদেরকে বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।
তিনি আরও বলেন, সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১-২২০ পর্যন্ত ডাকা হয়েছে। একই সঙ্গে ব্যবসায় বিভাগে মেধা তালিকার ১-৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত ৪, ৫ ও ৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।