প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১
কুলাউড়া সংবাদঃঃ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট (ধরন) ওমিক্রন প্রতিরোধে বৃহস্পতিবার এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
সিভিল সার্জন জানান, করোনার নতুন ধরন শনাক্ত হওয়া আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবেন তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি ওসমানী বিমানবন্দরসহ সিলেটের সব স্থলবন্দর ও ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসেন তাহলে আসতে পারবেন। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।