প্রকাশিত: জুন ৩০, ২০২১
আশরাফুল ইসলাম জুয়েল : দেশের বহুল প্রচারিত প্রাচীনতম জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাবের কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ নাজমুল ইসলাম। গত ২২ জুন (মঙ্গলবার) দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন স্বাক্ষরিত পত্রে তাকে কুলাউড়া প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, মোঃ নাজমুল ইসলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার হওরাঞ্চল প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বর্তমানে তিনি দৈনিক ভোরের ডাক, দৈনিক সবুজ সিলেটের কুলাউড়া প্রতিনিধি ও প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।