১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মৌলভীবাজার রাজনগরে পাইপগান ও দশীয় অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: জুন ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজার রাজনগর পুলিশের বিশেষ অভিযানে পাইপগান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে আটক করা হয়।

রাজনগর থানা এলাকায় জরুরী সেবা-৯৯৯ মাধ্যমে রাজনগর থানাধীন ৩নং মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি সাকিনের মোঃ শাহজাহান মিয়া ও তাহার স্ত্রী জেনি আক্তার এর মধ্যে পারিবারিক কলহের সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে উপস্থিত হইয়া কলহের বিষয়টি অনুসন্ধানকালে মোঃ শাহজাহান মিয়ার বসত ঘরের শেষ কক্ষের ফ্লোরের নিচে ডাকা স্থানে লুকিয়ে রাখা একটি কাপরের শপিং ব্যাগের ভিতরে থাকাএকটি দেশীয় তৈরি পুরাতন পাইপগান (এক)টি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার এলজি (পাইপগান), একটি কাঠের হাতল বিশিষ্ট রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে।

আসামী মোঃ শাহজাহান মিয়া উক্ত আলামত এর বিষয়ে জিজ্ঞাসাবাদে বর্ণিত আলামত অবৈধভাবে মজুদ রাখিয়াছে মর্মে স্বীকার করেন।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

960 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন