৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কুলাউড়ায় গণমাধ্যম ব্যক্তিকে সাংবাদিক সমিতির সংবর্ধনা

প্রকাশিত: মে ২৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

আশরাফুল ইসলাম জুয়েল :: সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হওয়ায় এবং সাপ্তাহিক মানব ঠিকানার প্রাক্তন বার্তা সম্পাদক কয়ছর রশীদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টায় কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের পরিচালনায় কুলাউড়ার অত্যাধুনিক একটি পার্টি হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, মো. মানজুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, নির্বাহী সদস্য কল্যাণ প্রসূন চম্পু, বিশ্বজিৎ দাস, শহীদুল ইসলাম তনয়, আলাউদ্দিন কবির, মিন্টু দেশোয়ারা, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, একেএম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সাধারণ সদস্য হাবিবুর রহমান সুজন, আশরাফুল ইসলাম জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ এর স্টাফ রিপোর্টার তৌসিফ চৌধুরী, শাকিল সিদ্দিকী খালেদ, আকাশ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। একই সময় কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা।

সংবর্ধিত অতিথিরা কুলাউড়ার গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন

402 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন