৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশিত: মে ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

নিউজ ডেস্ক ::
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া এলাকায় আজ রবিবার বিকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব বাজারের মৃত আবু তাহেরের ছেলে মো. সফিকুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ভুশন দাসের ছেলে বঙ্গিশ দাস (৩৫)।

সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত অটোরিকশাকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুটি যান খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

355 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন