২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: মে ১৭, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক ঃ কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর গ্রামের ডাঃ নাজমুস সিয়াম রাফি ও মেধাবী ছাত্রী ইফফাত জাহান প্রমিকে তাদের নিজ গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত ডাঃ নাজমুস সিয়াম রাফি করোনা কালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দানে মানবিক ভুমিকা পালন করে চলেছেন। বর্তমানে তিনি কুলাউড়া উপজেলা সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের আরেক মেধাবী ছাত্রী প্রমি ইতোমধ্যে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ অর্জন করে নিয়েছে তাই তাকে সংবর্ধনা দেয়া হয়। গত ১৬ মে রোজ রবিবার অনুষ্ঠিত হওয়া এই বিশেষ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মওলানা মনিরুদ্দিন -সিনিয়র শিক্ষক, বরমচাল স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মাহবুবা নাসরিন যুক্তরাষ্ট প্রবাসী।
জনাব মখলিসুর রহমান অফিস সহকারী, উপজেলা পরিষদ। জনাব খলিলুর রহমান- প্রভাষক, জুড়ি টিএন খানম সরকারি কলেজ।
জনাব আমিন হোসেন, প্রভাষক-ভুকশিমইল স্কুল এন্ড কলেজ।
জনাব আতিকুর রহমান দুদু -সমাজসেবক।
সাহানূর রহমান -ইটালীপ্রবাসি।
জনাব আশরাফুর রহমান শাওন -কোচ,কুলাাউড়া ক্রিকেট একাডেমি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব আসুক মিয়া, সাদিক, ওয়াকিব, এনাম, অপু, আবিদ, মাস্তাদ আহমদ, নৌসার রহমান, ওয়াদুদ সায়ীম প্রমুখ।

559 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন