৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় কুখ্যাত আসামি সুন্দর আলী গ্রেপ্তার

প্রকাশিত: মে ১৬, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়া প্রতিনিধি ::কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুখ্যাত আসামি সুন্দর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়া থানা পুলিশ শনিবার (১৫ মে) রাতে এক অভিযান চালিয়ে একাধিক মামলার কুখ্যাত আসামি সুন্দর আলীকে দেখিয়া রপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর নিবাসী মৃত ছিদ্দেক আলীর ছেলে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি সুন্দরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। রোববার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

391 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন