৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া থানার সফল অভিযানে চুর সহ গাড়ি জব্দ

প্রকাশিত: মে ১২, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

গত ০৯-০৫-২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬.৩৫ ঘটিকায় কুলাউড়া থানাধীন কাদিপুর ছকাপন বাজারে অবস্থিত গ্রামীন ফোন কোম্পানীর MBCKP1 টাওয়ারের বিটিএস রুম হইতে ব্যাটারী চুরি করার সময় টাওয়ারের নেটওয়ার্ক ম্যান চোরদের দেখতে পেলে চোরেরা টাওয়ারের সামনে একটি পিকআপ গাড়ী রাখিয়া পালিয়ে যায়। ঘটনার বিষয়টি থানায় সংবাদ দিলে এসআই/শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের ফেলে যাওয়া পিকআপ গাড়ী উদ্ধারপূর্বক জব্দ করেন এবং উক্ত গাড়ীর সূত্র ধরে চোরদের সনাক্ত করে গত ১০-০৫-২০২১ খ্রিঃ তারিখ রাত্রিবেলা চোর ১. আলীম উদ্দিন রায়হান(২০), পিতা-মাহাব মিয়া, ২. আজমান মিয়া রাজন (২৪), পিতা-মোঃ শুকুর মিয়া, উভয় সাং-আলিশারপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে ব্রাহ্মণবাজার হইতে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয় পূর্ব হতে থানা এলাকার বিভিন্ন টাওয়ারের ব্যাটারী চুরি করে আসছিল। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফির্সাস ইনচার্জ বিনয় ভূষণ রায়।তিনি বলেন চুরি-ডাকাতি রোধ কল্পে থানা পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

379 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন