প্রকাশিত: মে ৮, ২০২১
স্টাফ রিপোর্টার:: পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কুলাউড়া পৌরসভার ৫ হাজার ৬৬ দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অর্থ সহায়তা ও ভিজিএফ, নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রতি দুঃস্থ পরিবারকে ৪৫০ টাকা করে প্রদান করা হয়।
(৮ মে) শনিবার সকালে কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশসুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর,
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর সচিব শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশী অজয় কিশোর দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তানভীর আহমদ শাওন ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।