১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

স্বাস্থ্যবিধি অমান্য করায় ডিএমপির ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: মে ৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

 

নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীর নিউমার্কেট ও বসুন্ধরা সিটিতে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ এর নেতৃত্বে নিউমার্কেট থানা পুলিশের সহায়তায় নিউমার্কেট ও আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ২১ জনকে ৬,০৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক এর নেতৃত্বে তেজগাঁও থানা পুলিশের সহায়তায় বসুন্ধরা সিটিতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ক্রেতা-বিক্রেতাসহ মোট ১৭ জনকে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মে, ২০২১)বেলা ১১.৩০ টা হতে বিকাল ০২.৪৫ টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

436 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন