২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী,

পৌর কাউন্সিলর বখতিয়ার খান, দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, মোঃ ছাদ আলী, গোলাম মুগ্নি মুহিত, মোঃ আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা প্রমুখ।

409 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন