প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১
ডেস্ক সংবাদঃঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে দ্বিতীয় লেগে আগামী বুধবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে তার আগে বিচিত্র এক কারণে দলটির লেফটব্যাক মার্সেলোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা পড়ে গেছে শঙ্কায়। ম্যাচের দিন তার কাজের ডাক পড়েছে নির্বাচনের পোলিং স্টেশনে!
আগামী ৪ মে স্পেনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যার পোলিং স্টেশনে কাজ করার জন্য ডাক পড়ছে স্প্যানিশ নাগরিকদের। গত বুধবার স্প্যানিশ পত্রিকা এল মুন্দো জানায়, পোলিং স্টেশনে কাজের তালিকায় নাম আছে ২০১১ সালে স্প্যানিশ নাগরিকত্ব পাওয়া মার্সেলোর।
প্যানিশ আইনের অধীনে নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পাওয়া নাগরিকরা আপিল করতে পারবেন, যেন এ দায়িত্ব থেকে মুক্তি মেলে। যেসব কারণে আপিল করতে পারবেন নাগরিকরা, তার মধ্যে আছে পেশাদার কারণও। আর তাই কোনো ঝামেলা ছাড়াই এ সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করে রিয়াল মাদ্রিদের সামনে এ সমস্যার সমাধানের উপায় আছে।