১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

এমপি সুলতান মনসুরের টিআর-কাবিটার তালিকা প্রকাশ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে কুলাউড়ার সর্বস্তরের জনগণের উন্নয়নের লক্ষে কুলাউড়া আসনের সংসদ সদস্য, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর বরাদ্দকৃত ২০২০-২০২১ অর্থ বছরের ২য় ধাপের টিআর/কাবিটা নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিচে নামের তালিকা উল্লেখ করা হল :- বরমচাল ইউপির ফেঞ্চুগঞ্জ ব্রাক্ষণবাজার মেইন রোড হইতে পূর্বমুখী আজিছড়া রাস্তা মাটি দ্বারা, ভূকশিমইল ইউপির জাবদা কুটন খ এর বাড়ি হইতে ফানাই নদি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট, ভাটেরা ইউপির ভাটেরা বাজার রেল লাইন হইতে পশ্চিমমুখী কলিমাবাদ রাস্তা ও আতির মিয়ার
বাড়ি হইতে রকিব মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট, জয়চন্ডী ইউপির মিটিপুর পূর্ব জামে মসজিদ ভায়া আবুতালিবপুর মিনালপালের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট ও ইটসলিং, ব্রাক্ষনবাজার ইউপির ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় চৌমুহনী হতে মাহমুদ মিয়ার বাড়ি ভায়া পূর্ব দিকে হাকালুকি হাওর পর্যন্ত রাস্তা মাটি ধারা ভরাট ও ইটসলিং, কাদিপুর ইউপির বাদে মননসুর ইদগাহ রােড হইতে পশ্চিম মুখী দক্ষিমুখী মধ্য মনসুর পাঞ্জেগানা
মসজিদ ভায়া আব্দুল জলিলের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট ও ইটসলিং, কুলাউড়া ইউপির নাজিরের চক পাকা রাস্তা হইতে সাইকু মেম্বারের বাড়ির পশ্চিম মুখী রাস্তা মাটি
ধারা ভরাট ও ইটসলিং ও ঝিমাই জামে মসজিদ হতে প্রাথমিক বিদ্যালয় ভায়া ঝিমাই মন্দির পর্যন্ত মাটি
ধারা ভরাট ও ইটসলিং, রাউৎগাঁও ইউপির উত্তর নর্তন কুলাউড়া রবিরবাজার রােড হইতে পাখি পীরের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট ও ইটসলিং, টিলাগাঁও ইউপির পশ্চিম বাগৃহাল ফুল মিয়ার বাড়ি হইতে শহিদ মিয়ার বাড়ি ভায়া বশির মিয়ার বাড়ি হয়ে ডরিতাজপুর রাস্তার মুখ পর্যন্ত মাটি দ্বারা ভরাট ও ইটসলিং, হাজিপুর ইউপির দক্ষিণ পাবই চৌমুহনী জামে মসজিদ হইতে আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত, শরীফপুর ইউপির দত্তগ্রাম জামে মসজিদ হইতে কনা সদ্দারের বাড়ি ভায়া মাদানগর হয়ে ওয়াবিদার বেড়িবাদ পর্যন্ত রাস্তা মাটি দ্বারা ভরাট ও ইটসলিং, পৃথিমপাশা ইউপির
মুরইছড়া পাকা রাস্তার মুখ হতে পশ্চিমমুখী গণকিয়া গোরস্তান পর্যন্ত রাস্তা মাটি ধারা ভরাট ও ইটসলিং এবং কর্মধা ইউপির ফানাই নদীর ব্রীজ হতে উত্তরমুখী রাস্তা মসজিদ ভায়া রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী রাস্তা সযােগ পর্যন্ত মাটিধারা রাট ও ইটসলিং, দিঘলকান্দি আব্বাসের বাড়ি হইতে স্বপনের বাড়ি ভায়া গৌরাঙ্গের বাড়ি পর্যন্ত
রাস্তা মাটি ধারা ভরাট ও ইটসলিং।

বঙ্গবন্ধু উদ্যান সংস্কারের জন্য ৫২,৬৬৬,৬৬ টাকাসহ অন্যান্য সংস্কারের জন্য ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। তা নিচে দেয়া হল :- বঙ্গবন্ধু শিশু কিশাের মেলা, উপজেলা নির্বাহী অফিসারের বাসার অফিস সংস্কার, উপজেলা ভূমি অফিসের সংস্কার, নতুনপাড়া জামে মসজিদ, উত্তরবাজার পূর্ব বিহালা জামে মসজিদ,দক্ষিণ লস্করপুর পাঞ্জেগানা মসজিদ, মসজিদে বায়তুল নাজাদ জামে মসজিদ, সুনাপুর জামে মসজিদ, নতুনপাড়া জামে মসজিদ, দক্ষিণ বাদে মনসুর জামে মসজিদ, রেলওয়ে ছোট জামে মসজিদ, ছড়ারপাড় পাঞ্জেগানা জামে মসজিদ, চাঁনপুর পাঞ্জেগানা মসজিদ, মধ্য জয়পাশা শানঘাট, কুলাউড়া ক্রিকেট প্লেয়াস অ্যাসোসিয়েশন (সিপিএ), কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, আলীনগর কোনাগাঁও জামে মসজিদ, কোনাগাঁও ৩নং ইটাখলা কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরভাগ জামে মসজিদ, ইসলামভাগ এবতেদায়ী মাদ্রাসা, ৮নংব্রীজিং জামে মসজিদ, দক্ষিণ আকিলপুর জামে মসজিদ, পূর্ব বড়াল জামে মসজিদ, কুরবান পুর জামে মসজিদ, ভূকশিমইল আলীম মাদ্রাসা, রাখালশাহ চের উন্নয়ন, মুক্তাজিপুর সুহেলের বাড়ি হইতে তাহির মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মাটি ধারা ভরাট, জাহির আলী ইসলামীয়া মক্তব, পশ্চিম শাহমীয় জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, উত্তর পূর্ব কলিমাবাদ জামে মসজিদ, কলিমাবাদ
পূর্ব মাইজৰ্শীও শশানঘাটি, জামিয়া ইসলামীয়া ভাটেরা কওমি মাদ্রাসা, পূর্ব নওয়াগাঁও জামে মসজিদ, পূর্ব রঙ্গীকুল জামে মসজিদ, ভৈরবগঞ্জ বাজার মসজিদ, উত্তর রঙ্গীকুল বায়তুল আমান জামে মসজিদ, গোগালীছড়া বাঁধ নির্মাণ, দানাপুর জামে মসজিদ, আল করিম জামে মসজিদ, রামপাশা ঈদগাহ উন্নয়ন, ইউছুফগনি কলেজের সম্মুখের আঙ্গীনা ভরাট, নবীনগর জামে মসজিদ, কোনাগাঁও পাঞ্জেগানা মসজিদ ও মক্তব, বায়তুন নুর জামে মসজিদ, সাতরা জামে মসজিদ, খন্দকার আব্দুল হাই ছালিকপীর মসজিদ, মনােহর জামে মসজিদ, মনােহরপুর নাজিরশাহ মােকাম, আব্দুল নাঈম চৌধুরীর বাড়ির সম্মুখের রাস্তার মাটি ভরাট, চাতলগাঁও জামে মসজিদ, চাতলগাঁও মনসুর আশরাফিয়া দান উলুম মাদ্রাসা, গবিন্দপুর জামে মসজিদ সংলগ্ন হামির খাঁ মৌলভীর মােকাম, উত্তর চুলঘর জামে মসজিদ, প্রতাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরবক্স রহ: এবতেদায়ী মাদ্রাসা, ডরি শাহ রা: ও লঙ্গর শাহ রাঃ মাজার, বাগাজুরা জামে মসজিদ, ৭নং লাইন জামে মসজিদ, কুলাউড়া গ্রাম জামে মসজিদ, উত্তর একিদপুর হযরত, গাউছুল আজম জামে মসজিদ, উত্তর নর্তণ জামে মসজিদ, দক্ষিণ কৌলা বায়তুল ইসলাম জামে মসজিদ, মৈশাজুরী পুরাতন জামে মসজিদ, পূর্ব আব্দুলপুর জামে মসজিদ, ভাটুগ্রাম পুরাতন জামে মসজিদ, পশ্চিম বাগৃহাল জামে মসজিদ, পশ্চিম লালপুর পুরাতন জামে মসজিদ, লালপুর
বিজলী জামে মসজিদ, সন্ধ্যাবাদ জামে মসজিদ, সন্ধ্যাবাদ
চক সালন মন্দির, পাল্লাকান্দি পিচের মুখ হইতে জহিরের দোকান পর্যন্ত রাস্তা মাটি দ্বারা মাটি ভরাট, গাজীপুর মাহতাবপুর ইসলামপুর জামে মসজিদ, ইসমাইলপুর পূর্ব কেওলাকান্দি বড় জামে মসজিদ, কেওলাকান্দি শাহ সুফি সুলেমান আ: মাজার, বিলেরপাড় মাহতাবপুর বায়তুল আমান জামে মসজিদ, নুরু কোরআন মাদ্রাসা, বিলেরপাড় ভাঙ্গারপার জামে মসজিদ, দক্ষিণ কেওলাকান্দি জামে মসজিদ, সঞ্জরপুর ফিল্ডের বাজার জামে মসজিদ, শরীফপুর নতুন মসজিদ, শরীফপুর হরিপুর জামে মসজিদ, হরিপুর দগ্রাম কাজী দেওয়ান হাফিজিয়া মাদ্রাসা, লালারচক দক্ষিণ লং জামে মসজিদ, লালারচক পূর্ব মানগাঁও জামে মসজিদ, শরীফপুর নুরারী জামে মসজিদ, হযরত ফাতেমা রাঃ মাদ্রাসা, মুরইছড়া জামে মসজিদ, পুরষাই জামে মসজিদ, পুরষাই মধ্য ভাটগাঁও জামে মসজিদ, আসাম পুরাতন জামে মসজিদ, পশ্চিম রাজনগর জামে মসজিদ, কর্মধা কাতারি জামে মসজিদ, কর্মধা মধ্য হাসিমপুর দুর্গা মন্দির, মনসূর জামে মনসূর, রাঙ্গিছড়া বাজার জামে মসজিদ, মুরইছড়া বস্তি জামে মসজিদ, হেবায়েরতল জামে মসজিদ ও দিঘলকান্দি জামে মসজিদ।

702 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন