প্রকাশিত: মার্চ ২২, ২০২১
ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ ছাতাপীর ছাহেব বাড়ী মাদ্রাসা সংলগ্ন মাঠে ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজনে শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহঃ) এর ২০তম ও ছাহেবজাদা মাওলানা দরবেশ আলীর ঈছালে সাওয়াব মাহফিল রোববার সম্পন্ন হয়েছে।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত আজিমুশ্বান জলছায় প্রধান মেহমানের বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বয়ান পেশ করেন আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে ও মাওলানা সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বয়ান পেশ করেন আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব এ.কে.এম মনোহর আলী, মাওলানা আব্দুস শুকুর চৌধুরী ফুলতলী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি ওসমান গনি সালেহী, কলাবাড়ির পীর ছাহেব ফখরুল ইসলাম, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. লিয়াকত আলী খান, মাও. আব্দুল আজিজ লতিফি, হযরত ছাতাপীর রহঃ’র দৌহিত্র মাও. নোমান আহমদ, মাও. সুলতান আহমদ কামালী, মাও. আব্দুল হান্নান বড়লেখা, মাও. জালাল উদ্দিন, ভূকশিমইল আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাও. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন শিবলুসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ছাতাপীর রহঃ এর মুরিদিন-মুহিব্বিন ও সাংবাদিকবৃন্দ।